রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
নাটোর (বাগাতিপাড়া) থেকে মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ— নাটোরের বাগাতিপাড়ায় সমবায়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য ৭টি সমিতিকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার ৪৮ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে এসব সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
আরও পড়ুনঃ সুস্বাদু রেসিপি আদার রস দিয়ে রুই মাছ
সমিতিগুলো হলো ঊষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, দেশবন্ধু সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, দেশ সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, বাটিকামারি একতা বহুমূখী সমবায় সমিতি, দয়ারামপুর (অবঃ) সৈনিক বহুমূখী সমবায় সমিতি, সানফ্লাওয়ার যুব উন্নয়ন সমবায় সমিতি ও উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
আরও পড়ুনঃ গুজব রোধে মসজিদের ঈমামদের নিয়ে আলোচনা সভা করলেন বাগাতিপাড়া মডেল থানার ওসি
এর আগে ‘বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্ত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জিমনেসিয়ামে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, সমবায় সমিতির আতাউর রহমান প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply