সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— সাধারণ মানুষের মন থেকে পুলিশভীতি দূর করতে থানার চত্বরে কাঁঠাল গাছতলায় ‘জনগণের দরবার’ নামে সাইবোর্ড টাঙ্গিয়ে অফিস কক্ষ ছেড়ে সাইনবোর্ডের সামনে চেয়ার-টেবিলে নিয়ে বসে আছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান এবং ওসির আশপাশে চেয়ারে বসে কিংবা দাঁড়িয়ে অনেক মানুষ ভিড় করছেন। তারা এসেছেন নানা সমস্যা নিয়ে। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে ওসি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন।
ওসি আশিকুর রহমানের ‘জনগণের দরবার’ নামের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঠাকুরগাঁওবাসী।
২০১৮ সালের ২৫ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন মোহাম্মদ আশিকুর রহমান। তার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। অপরাধ নির্মূলে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পুলিশ বিভাগ থেকে পুরষ্কারও পেয়েছেন।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে ৫ দিনব্যাপী ব্লক ও বাটিক প্রশিক্ষণের সমাপনী
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে থানায় অভিযোগ নিয়ে এসেছেন গৃহবধূ রোজিনা আক্তার বলেন, স্বামীর বাড়ির লোকজন বিনা কারণে আমার উপর দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল। এই অভিযোগটি থানায় দিতে এসেছি। এসে দেখি ওসি থানা চত্বরের কাঁঠালতলায় বসে রয়েছেন। তিনি আমার অভিযোগটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন।
শহরের মিলনপুর এলাকা থেকে ফাহিম রেজা এসেছেন সাধারণ ডায়েরি করতে। তিনি বলেন, থানায় ওসির কক্ষে গিয়েছিলাম কিন্তু তাকে পাইনি। পরে দেখি তিনি গাছতলায় বসে অফিস করছেন। ওসিকে কাগজটি দিলে তিনি বিনা খরচে সেটি নথিভুক্ত করলেন। আগে জানতাম থানায় সাধারণ ডায়েরি করলে টাকা-পয়সা লাগে; কিন্তু আজকে আমার সেই ধারণা পাল্টে গেছে।
অভিযোগ নিয়ে আসা সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বলেন, শুনেছি ওসি নিজেই ‘জনগণের দরবার’ খুলে বসেছেন মানুষকে সেবা দিতে। এটি শুনেই চলে এসেছি পারিবারিক জমি দখলমুক্ত করার অভিযোগ নিয়ে। ওসি অভিযোগ গ্রহণ করেছেন এবং আশস্ত করেছেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ওসি আমাকে তিনশ টাকা দিয়েছেন যাতায়াত ভাড়ার জন্য।
আরও পড়ুনঃ কমিউনিটি পুলিশিং হচ্ছে একটি দর্শন- রমেশ চন্দ্র সেন
শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সেলিম বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এর আগে কখনও এমন উদ্যোগ চোখে পড়েনি। পুলিশের এ ধরনের অভিনব কার্যক্রম সব সময় অব্যাহত থাকুক। তাহলে থানায় সাধারণ মানুষ তাদের সেবা থেকে বঞ্চিত হবে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি আশিকুর রহমান বলেন, পুলিশের কাজ হচ্ছে জনগণের সেবা করা; তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তাই গত ৩১ অক্টোবর থেকে তিনি এটা করছেন। তিনি বলেন, ওসির রুমে ঢুকতে সাধারণ মানুষ ভয় পায়। এজন্য অনেকে দালাল শ্রেণির লোক নিয়ে থানায় আসেন। জনগণের সেই পুলিশভীতি কাটাতে নিজ কক্ষ ছেড়ে থানা চত্বরে খোলা আকাশের নিচে গাছতলায় অফিস শুরু করেছি। আমার থানায় যেকোনো মানুষ ভয়ভীতি ছাড়াই আমার কাছে এসে তাদের সমস্যার কথা বলতে পারবে। প্রত্যেক দিন গাছতলায় বসেই অফিস করব। আমি প্রমাণ করতে চাই পুলিশ জনগণের বন্ধু।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, ঠাকুরগাঁও পুলিশ বাহিনী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে। ওসি আশিকুরের অভিনব এই উদ্যোগও তার একটি প্রমাণ। আমরা কাজ করছি জনগণের সেবার লক্ষ্যে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply