বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জেল হত্যা দিবস পালিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় দিবসটি উপলরক্ষ্য শোক র্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শোক র্যালিটি প্রশাসন ভবনের সামন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আরও পড়ুনঃ ইবিতে গ্রীন ভয়েসের নতুন কমিটির অনুমোদন
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আর এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয় এই দিনে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রোকষ্ঠে জাতীয় চার নেতাকে নির্মম ভাবে হত্যা করা হয়। ইতিহাসের নিষ্ঠুর হত্যাযগ্যের ঘটনায় স্তম্ভিব হয়েছিলো সবাই। যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে বিশ্বাসী তাদের ভালোবাসতে হবে আর যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিরুদ্ধে তাদের ঘৃণা করতে হবে, আর এটাই হলো প্রকৃত দেশ প্রেম।’
আরও পড়ুনঃ গণ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯
পরে ৩ নভেম্বর শাহাদাত বরণকারীদের জন্য দোয় ও মো নাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব আহমদ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply