বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহমেদঃ— বেতাগীতে উপজেলার ৪৮ নং বুড়ামজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ, বঙ্গবন্ধু কর্ণার, মুক্তিযুদ্ধ কর্ণার, শেখ হাসিনা কর্ণার ও গ্রস্থাগারের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার হাওালাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান এবং বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,
আরও পড়ুনঃ শিক্ষাক্ষেত্রে অবদানে স্যার জগদীশ চন্দ্র বসু এ্যাওয়ার্ড পেলেন বেতাগীর মনিরুজ্জামান
সহকারি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান রেজা, বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়রম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলতাফ হেসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক আঃ মান্নান,বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার প্রমুখ।
এ সময় অতিথিরা বিভিন্ন কর্নার পরিদর্শন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply