মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে ইন্টার-ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর ২০১৯ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সেমিনার কক্ষে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। এসময় ভৗত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এস. তাসাদ্দেক আহমেদ।
আরও পড়ুনঃ গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবট প্রদর্শিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ করম নেওয়াজ।
এর আগে সকালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ফলিত গণিত বিভাগের ৫১ জন শিক্ষার্থী ১৭টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে । বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং আর এন্ড ডি ইনস্টিটিউট এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ নাহিদুল ইসলাম।
আরও পড়ুনঃ গণ বিশ্ববিদ্যালয়ে কোর্ট মার্শাল মঞ্চায়িত
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কোড ওয়ারিউস দলটি। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত ও নিখুঁত কোডিং, জটিল সমস্যার সমাধান, টিমওয়ার্ক, চাপের মুখে মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধানে দক্ষতা বৃদ্ধি পাবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply