মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ— দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় নওগাঁর পোরশা উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,এমপি।
বুধবার দুপুরে উপজেলার সরাইগাছি কাতিপুর কালিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত স্কুল ফিডিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুনঃ পোরশায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুৃষ্ঠিত
এসময় খাদ্যমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর শিক্ষা সুনিশ্চিত করতে হবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক কাজ করে যাছেন। তাঁর এ চেষ্টা কোন ক্রমেই যেন ব্যাহত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রাইমারি স্কুলের শিক্ষকদের তাদের ছেলে/মেয়েকে কিন্ডারগার্টেন এ না দিয়ে প্রাইমারি স্কুলেই পড়ানোর আহ্বান জানান মন্ত্রী।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) কামরুজ্জামন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, স্কুল ফিডিং সহকারী প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, গাক এর নির্বাহী পরিচালক খন্দকার আলমগির হোসেন প্রমুখ।
আরও পড়ুনঃ পোরশায় হেলমেট বিহীন মোটরবাইক চালানো নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন
কৃষি অফিসার মাহফুজ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, শিক্ষা অফিসার সাফিয়া অাক্তার অপু প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক সালাউদ্দীন আহম্মেদ, কামরুজ্জামন সরকার বাবুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply