বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহম্মেদঃ— বেতাগীতে শিশু জাবেদ কে সৎ ভাই সহ্য করতে না পেরে পানিতে চুবিয়ে হত্যা করে লাশ গোপন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে দশ বছর কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড এবং লাশ গোপন করার অভিযোগে আরও দুই বছর কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার বরগুনার শিশু আদালতের বিচারক জেলা জজ মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি হল, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের সোবহান সিকদারের ছেলে ইমরান সিকদার। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
২০১৮ সালের ১৮ জুন বিকেলে বিউটি তার সন্তান জাবেদকে নিয়ে সতীনের বাড়িতে আসে। পরের দিন ১৯ জুন বিকাল অনুমান ৪ টার সময় দন্ডপ্রাপ্ত আসামি ইমরান সিকদার (১৪) তার ছোট ভাইকে সাইকেলে চড়িয়ে ঘুরতে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় জাবেদকে হত্যা করে আবুল মল্লিকের কলাবাগানে কচুরিপানার মধ্যে তার লাশ লুকিয়ে রাখে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply