বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
সিলেট থেকে জয়নাল আযাদঃ— কানাইঘাট থানার ওসি শামসুদোহা পিপিএম বলেছেন, ‘হেলমেট ছাড়া বাইক চালালে কাউকে ছাড় দেয়া হবে না। তাই হেলমেট ছাড়া কাউকে মোটরসাইকেল চালাতে দেখলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে জেল-জরিমানা করা হবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কানাইঘাট থানা পুলিশের আয়োজনে সড়ক পরিবহণ আইন বাস্তবায়ন সম্পর্কিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব হুশিয়ারি উচ্চারণ করেন।
আরও পড়ুনঃ মেরিট গার্ডেন আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
এসময় তিনি পরিবহণ মালিক-শ্রমিকদের উদ্দ্যেশ্যে বলেন, সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন করে যুগান্তকারি পদক্ষেপ গ্রহণ করেছে। এর বাস্তবায়নে চালক, যাত্রীসহ সবাই উপকৃত হবে। তিনি বলেন, অদক্ষ চালকের হাতে মালিকরা গাড়ীর চাবি তুলে দিয়ে বড় ধরনের অন্যায় করছেন। এতে যাত্রী সাধারণের জীবন ঝুকির মধ্যে পড়ছে। সড়ক পরিবহন ব্যবস্থায় যেভাবে নৈরাজ্য চলছে তা অবশ্যই বন্ধ করতে হবে। পরিবহন শ্রমিকরা সমাজের সম্মানী পেশার সঙ্গে সম্পৃক্ত, পরিবহন শ্রমিকদের চাকুরীর নিশ্চয়তা ও নিয়োগ পত্রের বিষয়ে নতুন আইনে সুস্পষ্ট ভাবে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, নতুন আইনে যে হারে জরিমানার কথা উল্লেখ করা হয়েছে তাতে শুধু ট্যাক্স আদায়ের বিষয়টিকে প্রধান্য দেয়া হয়নি, চালকদেরকে আইন সম্পর্কে সচেতন করতে ও নিজেদের দায়িত্বের বিষয়ে অবহিত করতে জরিমানার বিষয়টিকে এভাবে উল্লেখ করা হয়েছে। তিনি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সার বিষয়ে বলেন, নভেম্বর মাসে শেষ সুযোগ দেয়া হচ্ছে, এর পর হাইওয়ে রোডে নম্বর বিহীন কোন সিএনজি অটোরিক্সা চলতে দেয়া হবে না।এসময় উপস্তিত ছিলেন স্থানীয় সাংবাদিক জনপ্রতিনিধি গাড়ির ড্রাইবার সহ এলাকার সচেতন যুবসমাজ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply