বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহমেদঃ— বরগুনার বেতাগী উপজেলা সদরের এক সাংস্কৃতিক পরিবারের সন্তান, বেতাগী মডেল হাই স্কুল এবং বেতাগী কলেজের কৃতিছাত্র শ্যামল চন্দ্র কর্মকার গত ২৩ অক্টোবর সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বর্তমানে তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। শ্যামল চন্দ্র কর্মকার এর জন্ম ১৯৬৪ সালে বেতাগীতে। শৈশব থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। তাঁর প্রয়াত পিতা স্বর্গীয় প্রমথ নাথ কর্মকার ছিলেন একজন সংগীতানুরাগী সজ্জন মানুষ। বেতাগীতে এক সময় স্থানীয় নবীন প্রবীন কিছু প্রতিভাবান মানুষের অংশগ্রহণে প্রতিবছর নাটক থিয়েটারের আয়োজন হত।
আরও পড়ুনঃ বেতাগীতে প্রতিপক্ষের হামলায় অধ্যক্ষ আহত- থানায় অভিযোগ
শ্যামল কর্মকার সে সব নাটকে ছোটদের চরিত্রে অভিনয় করতেন। স্কুল কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতায় একাধিক পুরস্কারও পেতেন। তিনি বেতাগীর একজন অত্যন্ত ভাল মানের ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। ১৯৭৯ সালে বেতাগী মডেল হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হবার পর তিনি ভর্তি হন বেতাগী কলেজে এবং এ প্রতিষ্ঠান থেকেও তিনি প্রথম বিভাগে এইচ এস সি পাশ করেন। পরবর্তিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান এবং সেখানে অর্থনীতিতে সম্মানসহ মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল, লোক নাট্যদল, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি ১৯৮৭ সালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পদক এ ভূষিত হন। জগন্নাথ হল ছাত্র সংসদেও তিনি নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
নবম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে তিনি সিভিল সার্ভিসে প্রবেশ করেন। ২০১০ সালে তিনি উপসচিব এবং ২০১৫ সালে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ব্যাক্তি জীবনে শ্যামল চন্দ্র কর্মকার এর স্ত্রী শিলা কর্মকার একজন গৃহিনী এবং তিন পুত্র বিশ্ববিদ্যালয় ও স্কুলে অধ্যয়ন করছে।
শ্যামল চন্দ্র কর্মকার সবসময়ই বেতাগীর মানুষের জন্য সাধ্যমত কিছু করার চেষ্টা করেন। তিনি বেতাগীবাসীর গৌরব।
অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করায় শ্যামল চন্দ্র কর্মকার সংশ্লিষ্ট সবার প্রতি এবং বেতাগীর আপামর মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply