মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে মদপানে দু’ব্যাক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন শ্রীপুরের পাইটালবাড়ী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আকতার হোসেন (৬৮), মৃত শুক্কুর আলীর ছেলে লিয়াকত আলী (৫৫)। আহত বদর উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩৮) ও নূরুল ইসলাম (৫০)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বৃহষ্পতিবার রাতে হতাহতরা তাদের এলাকায় কোনো একটি নিরাপদ স্থানে মদ্যপান করে নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে গুরুতর অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাত সাড়ে তিনটার দিকে আকতার হোসেন মারা যান। পরদিন শুক্রবার রাত আট’টার দিকে লিয়াকত আলীও মারা যান। অতিরিক্ত মদ্যপানে নূরুল ইসলামের অবস্থাও আশঙ্কাজনক।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply