সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুল আলমঃ— “তাল খেজুরের বীজ লাগান, বজ্রপাত থেকে রক্ষা পান”- এই স্লোগান কে সামনে রেখে কাজিপুরে সৃষ্টি ডেভলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজনে মুজিব পাড়া দুস্থ্য কল্যাণ সংস্থার সহযোগিতায় রবিবার (১০নভেম্বর) সিরাজগঞ্জ মেইন রোড থেকে বরইতলী-পাইকরতলী সড়কের দুই পাশে তালের বীজ রোপন করা হয়েছে।
আরও পড়ুনঃ কাজিপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এই বৃক্ষ রোপণ কর্মসূচীর পরবর্তী আলোচনা সভা পাইকরতলী-বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি অধ্যাপক কৃষিবিদ ইউসুফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সৃষ্টি ডেভলপমেন্ট প্রোগ্রামের সভাপতি জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান ও মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি,এম আতিকুর রহমান।আরো বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজ কাজিপুরের সভাপতি ফজলুল হক মনোয়ার, সৃষ্টি ডেভলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বপন, কাজিপুর উপজেলা ইতিহাসের লেখক আল-মাহমুদ সরকার জুয়েল, সময়ের আলো প্রতিনিধি গোলাম কিবরিয়া খাঁন প্রমুখ।বক্তারা এসময় দূর্যোগের মোকাবেলায় নানা পদক্ষেপ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, শিক্ষক সাংবাদিক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মামুন পারভেজ, যুবলীগ নেতা মিজানুর রহমান, কোরবান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পরে পাইকরতলী দক্ষিণপাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা হারুনার রশিদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply