বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞান, তড়িৎ প্রযুক্তি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন ‘ডি’ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এস.এম মোস্তফা কামাল।
আরও পড়ুনঃ ইবি শিক্ষকের ‘তবু তো ফাগুন আসে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
এবার ‘ডি’ ইউনিটের পাসের হার প্রায় ২০ শতাংশ। এ বছর ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে ১৯,৬১৩ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মােট কৃতকার্য হয়েছে ৩,৮৭৭ জন শিক্ষার্থী। গত ৪ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইউনিটের ফল ও এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. iu ac.bd) থেকে জানা যাবে।
উপাচার্যের কার্যালয়ে ফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.পরেশ চন্দ্র বর্ম্মন। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ডি’ ইউনিট সমন্বয়কারী সদস্য প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, সহকারী প্রফেসর ড. সাজ্জাদ হোসাইন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply