মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নে আরও ৩ কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ চালু হলো আজ। ইউনিয়নের মাজনাবাড়ী গ্রামে প্রায় ৫০০ বাড়িতে নতুন সংযোগ এর কাজের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ -১ আসনের সাবেক জাতীয় সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন সাকার ,সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জে দীপ্ত টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এর আগে জামালপুর জেলার সীমানাঘেঁষা কাজিপুরের মনসুর নগর ইউনিয়নে আংশিক বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। ফলে চরাঞ্চলের মানুষের জীবযাত্রার মান বেড়েছে অনেকখানি। কিন্তু বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় তাদের সকল উন্নয়ন যেন থমকে ছিল। কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার বিদ্যুতের বিষয়ে কাজিপুরের এমপি সাবেক মন্ত্রি মোহাম্মদ নাসিমকে অনুরোধ করেন। দীর্ঘদিন মোহাম্মদ নাসিম চেষ্টা করে অবশেষে কাজিপুরের চর বিড়ার উন্নয়ন বৈষম্য ঘোচাতে এই প্রকল্প পাস করাতে সচেষ্ট হন।
আরও পড়ুনঃ কাজিপুরে তাল ও খেজুর বীজ রোপণ
মনসুরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান, ‘‘যমুনা নদীর ভাঙা-গড়ার মধ্য দিয়ে জীবন পার করছে চরের মানুষ। যেখানে ছিলনা যোগাযোগ ব্যবস্থার ভালো কোন পথ, ছিল না কোনো রাস্তা ঘাট। সেখানেও আজকে জ্বলছে বিদ্যুতের বাতি ”।
আরও পড়ুনঃ সব শর্ত পূরণের পরও এমপিও না হওয়া বিদ্যালয় কাজিপুরে
কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল সরকার জানান, “ চরের যে সকল ইউনিয়নে এখনো বিদ্যুৎ নাই সেই সব ইউনিয়নও দ্রুত বিদ্যুৎ সুবিধা পাবে।”
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply