মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
নাটোর (নলডাঙ্গা) থেকে রানা আহমেদঃ— লবণের মূল্যবৃদ্ধির গুজবে নাটোরের নলডাঙ্গায় মুদিদোকান গুলোতে ক্রেতা ও খুচরা ব্যবসায়ীর উপচে পড়া ভীড় বেড়েছে কয়েকগুন। মঙ্গলবার দুপুর থেকে লবণের মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে বিকাল ৫টার দিকে উপজেলা প্রশাসন বাজার মনিটিরিংয়ের অভিযানে নামে।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু
এসময় তিনটি ভ্যানযোগে ২৩ টি খোলা লবণের বস্তা নিয়ে যাওয়ার সময় তা জব্দ করেন ও মাধনগর বাজারে অতিরিক্তি দাম নেওয়ায় ৬ ব্যবসায়ীর ২৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।পরে সন্ধ্যা ৭টায় নলডাঙ্গা পেঁয়াজ বাজারে উপজেলা প্রশাসন ব্যবসায়ী ও জনসাধারনদের সচেতন করতে এক সভার আয়োজন করেন।অন্যদিকে গুজবে কান না দেওয়ার জন্য মসজিদে মাইকিং করেন প্রশাসন।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় কৃষকের পাটের গুদামে আগুন,লক্ষাধিক টাকার ক্ষতি
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন বাজারে লবণের মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। গুজবে সাধারন ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা নলডাঙ্গা পাইকারি মুদিখানা দোকানগুলোতে ভীড় করতে থাকে। কোন কোন মুদিদোকান ব্যবসায়ী অধিক মুনাফা লুটার সুযোগে লবণের অতিরিক্তি দাম নেওয়া শুরু করেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি বাজার মনিটরিং করার জন্য অভিযানে নামেন। মুহুর্তে লবণের দাম স্বাভাবিক হয় ও খোলা লবণ মজুদ করার জন্য কিনে নিয়ে যাওয়ার সময় এক খুচরা ব্যবসায়ীর ২৩ বস্তা লবণ জব্দ করেন ও অতিরিক্ত লবণের দাম নেওয়ার অভিযোগে মাধনগর বাজারের গৌতমের মুদিদোকানে ৫হাজার টাকা, সন্তোসের ৫ হাজার টাকা, আব্দুল কুদ্দুসের ৭ হাজার টাকা, সবুজের ২ হাজার টাকা, মোশারফের ৩ হাজার টাকা ও মোতালেবের ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে সন্ধ্যা ৭ টার দিকে নলডাঙ্গা পেঁয়াজ বাজারে জনসাধারন ও ব্যবসায়ীদের সচেতন করতে সভা করেন। সভায় ইউএনও সাকিব-আল-রাব্বি, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply