বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁওয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে লবন বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করে ক্রেতাদের ভোগান্তি বাড়ানোর খবর পেয়ে মঙ্গলবার দুপুর ৩ টার সময় শহরের কালিবাড়ি বাজারে নির্বাহী ম্যাজেস্ট্রিট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় লবণ বেশি দামে বিক্রি করার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতে তাদের কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, শহরের মুন্সিপাড়া মহল্লার সাইদুল হকের ছেলে মোঃ সিরাজুল ইসলাম(২৬), সত্যব্রীজ এলাকার ফরাজ আলীর ছেলে নবাব আলী(৩২) ও বরুনাগাঁও গ্রামের আবুল কালামের ছেলে মোঃ মাসুদ(২৮)।
এ সময় উপস্থিত ছিলেন, সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তানভিরুল ইসলাম, সদর থানা পুলিশ পরিদর্শক(অপারেশন) গোলাম মর্তুজা, এস আই ফিরোজা আক্তার সহ সদর থানা পুলিশ সদস্যগণ।
এদিকে ঠাকুরগাঁও প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রচার মাধ্যমে লবণের মূল্যবৃদ্ধির গুজবে কান না দিতে বলা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply