বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে তুহিন হোসেনঃ— গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম, সকাল-বিকেল বাড়তে বাড়তে ২২০-২৫০ টাকা কেজিতে উঠে। পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দেশ জুড়ে ক্রেতাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু সোমবার হতে হঠাৎ ঈশ্বরদীতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সোমবার খুচরা বাজারে প্রতি কেজি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হয়। মঙ্গলবার আরেক দফা দাম কমে খুচরা বাজারে দেশী পিঁয়াজ ১৫০-১৬০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। এরি মাঝে পিঁয়াজের ঝাজ কাটতে না কাটতেই লবণ নিয়ে গুজব শুরু হয় বিভিন্ন জায়গায়। লবণের দাম হয়ে যায় তিনগুন ও তার বেশী। যে যেমন পারে লবন কেনার জন্য বিভিন্ন দোকানে ভিড় জমায় সাধারন জনগন। ঈশ্বরদী উপজেলা প্রশাসন খবর পেয়ে তৎক্ষনাৎ দাশুড়িয়া বাজারে এলে লবণের দাম নিয়ন্ত্রনে আসে। এর-ই প্রেক্ষীতে আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ২ ঘটিকায় ভাম্যমাণ আদালত ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজারের বিভিন্ন দোকান পাট এ গিয়ে খাদ্যদ্রব্যে সঠিক দামে বিক্রির জন্য সকল দোকানদারকে আহবান জানান।
আরও পড়ুনঃ ঈশ্বরদী’র নওদাপাড়া স্পোর্টস এন্ড ডোনার ক্লাবের উদ্বোধন ও ফ্রী চিকিৎসা ক্যাম্প
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা পরিষদ এর নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ শিহাব রায়হান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী। যদি কোন দোকানদার ন্যায্যমূল্যের চেয়ে বেশী দামে খাদ্র-দ্রব্য বিক্রি করে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। উপজেলা প্রশাসন সকল দোকানীদের দ্রব্যমূল্যের তালিকা তৈরী করে খাদ্য-দ্রব্য বিক্রি করার আহবান জানিয়েছেন।যাতে ক্রেতাগেনকে হয়রানির শিকার না হতে হয়।
আরও পড়ুনঃ ঈশ্বরদীতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply