রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
চট্টগ্রাম (লোহাগাড়া) থেকে অমিত কর্মকারঃ— চট্টগ্রামের লোহাগাড়ায় সবুজে ঘেরা আমন ফসল এখন সোনালী রঙ্গে রাঙ্গিয়ে উঠছে। রং ছড়াচ্ছে কৃষকের জমিতে।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় বেশি দামে লবণ বিক্রির দায়ে ৫ দোকানীকে জরিমানা
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মৌসুমে উপজেলার ৯ ইউনিয়নে ১০হাজার ৮২০ হেক্টর জমিতে আমন ফসলের চাষ হয়েছে। এর মধ্যে উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ায় ৭৪৭ হেক্টর, বড়হাতিয়ায় ১১৫৭ হেক্টর, আমিরাবাদে ১১১৬ হেক্টর, পদুয়ায় ১২২৫ হেক্টর, চরম্বায় ১৩৩৫ হেক্টর, কলাউজানে ১১৬০ হেক্টর, পুটিবিলায় ১৫২৪ হেক্টর, চুনতিতে ১৫৫০ হেক্টর ও আধুনগরে ১০০৬ হেক্টর। আশা করা হচ্ছে ৩১হাজার মেট্রিকটন খাদ্যশস্য পাওয়া যাবে এবার। লোহাগাড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আব্দুর রহিমসহ এলাকার কৃষকদের মতে সার ও বীজসহ প্রায় সব উপকরণ সহজলব্য থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। তাই কৃষকদের মুখেও রয়েছে আনন্দের হাসি।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় চুনতিতে ১৯ দিনব্যাপী ৪৯তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল উদ্বোধন
তাছাড়া উপজেলার কোন কোন গ্রামে ধান কাটার উৎসব শুরু হয়েছে। কেউবা ধান কাটার প্রস্তুতি নিচ্ছে। অগ্রহায়ণ মাসের শুরু থেকেই রাঙ্গিয়ে উঠছে সোনালী ফসল। ধান কাটার পর মাড়াই ও শুকানোর জন্য জায়গাও তৈরীর কাজ শুরু করছে মহিলারা। উপজেলার প্রায় সব গ্রাম মেতে উঠবে নবান্ন উৎসবে।
আরও পড়ুনঃ বোয়ালিয়া খাল সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী
এদিকে বড় বড় হাট বাজারগুলোতে দেখা যাচ্ছে ধান কাটা ও মাড়াই এর এসময়ে অন্যান্য এলাকা থেকেও কাজের সন্ধানে লোহাগাড়া ছুঁটে আসছে লোকজন। এলাকার বিভিন্ন হাট বাজারে দলবেঁধে দাঁড়ায় কাজের সন্ধানে আসা লোকজন। কৃষকরা প্রয়োজনীয় সংখ্যক কৃষি শ্রমিকদের ঘরে নিয়ে যায় দৈনিক মজুরীর ভিত্তিতে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply