বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
নাটোর (গুরুদাসপুর) থেকে মেহেদী হাসান তানিমঃ–– নাটোরের গুরুদাসপুরে পৌর সদরের চাঁচকৈড় বাজারে জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া নামের একটি ব্যাতিক্রমি সেবামুলক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় চাঁচকৈড় বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় (ডা. আমিনুল ইসলামের রেবা ডেন্টাল ক্লিনিকের পাশে) আনুষ্ঠানিকভাবে ওই প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চলনবিল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক এমএম আলী আক্কাছ, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও গুরুদাসপুর বার্তার সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান, গুরুদাসপুর সচেতন নাগরিক সংগঠনের সভাপতি ইমাম হাসাইন পিন্টু স্যার, ব্যবসায়ী আলহাজ রুহুল আমিন,আতিকুল ইসলাম আতিক প্রমুখসহ প্রতিষ্ঠানের শুভাকাঙ্খি ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের কর্ণধার কে.এম রাকিবুল ইসলাম জানান, বিবাহযোগ্য পাত্র, পাত্রীর মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান (ম্যারেজ মিডিয়া) গুরুদাসপুরে এটিই প্রথম। আমাদের কাছে বিবাহযোগ্য পাত্র কিংবা পাত্রী কিংবা তাদের অভিভাবক এলে আমরা প্রথমে নামমাত্র মুল্যে তাদের বায়োডাটা সংগ্রহ করি। পরে কোন পাত্র কিংবা পাত্রী এক অপরের জীবন বৃত্তান্ত দেখে আগ্রহ প্রকাশ করে তখন পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে সাক্ষাতের ব্যবস্থা ও উভয়পক্ষের সম্মতিতে বিয়ের ব্যবস্থা করে থাকি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এমন ব্যতিক্রমি অনলাইন ভিক্তিক সেবামুলক প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে বিবাহ যোগ্য পাত্র কিংবা পাত্রী নিয়ে প্রত্যেক অভিভাবক দুশ্চিন্তা ও মানসিক চাপে থাকেন। ইচ্ছা থাকলেও পারিবারিক স্ট্যাটাসের কারণে সনাতনী যে ঘটকপ্রথা চালু রয়েছে তার স্বরনাপন্ন হওয়া ও তাতে আস্থা রাখতে পারেননা। এ কারণে জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া সব শ্রেনী পেষার মানুষের বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধানে সচেষ্ট হবে। পরে হাফেজ মওলানা আলমঙ্গীর হোসেন প্রতিষ্ঠানের উন্নতি ও উত্তোরত্তর সমৃদ্ধি কামনায় দোয়া করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply