বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে গম,ভুট্টা, সরিষা, চিনাবাদাম ও মূগ ডাল সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২১ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম ও মূগ ডাল সার ও বীজ বিতরণ উপলক্ষে কৃষি অফিসের হলরুমে অনুষ্টিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি স¤প্রসারন অফিসার খালেদুর রহমান, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ, কামাদরহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল রতন, এমপি মহোদয়ের সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, নাকাইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবেল আমিন শিমুল, শালমারা ইউনিয়ন পরিষদের ভাঃ চেয়ারম্যান আইয়ুব হোসেন, সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক বৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply