বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বরগুনার বেতাগীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেতাগী সরকারি কলেজের (ডিগ্রী পাস) কোর্সের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ একযুগ পর বেতাগীতে বসে এ পরীক্ষা দিতে পেরে আনন্দিত পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
আরও পড়ুনঃ ইবির ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বে ড. মিজান
জানা গেছে, ররিবার (২৪ নভেম্বর) দুপুর একটায় বেতাগী সরকারি কলেজের ডিগ্রী (পাস) ২০১৮-১৯ শিক্ষা বর্ষের বিএ, বিএসএস, বিবিএস ও বিএসসি তিন কোর্সের প্রথম সেসনের পরীক্ষায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে মোট ২১৪ পরীক্ষার্থীর প্রথম দিনের ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫২ জন অংশগ্রহন করে এবং অনুপস্থিত ১০ জন।
২০০৬ সাল থেকে এ কলেজের পরীক্ষার্থীরা জীবনের ঝুঁকিনিয়ে বিষখালী নদীর ওপারে পাশ্ববর্তী বামনা উপজেলায় গিয়ে ভেন্যুতে অংশ নিতে হত। হতাশায় ভুগতে হতো পরীক্ষার্থী ও অভিভাবকদের। এমনকি বিষখালী নদী পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়ে বিশেষ করে মৌসুমে বর্ষায় চরম ভোগান্তির শিকার ও দূর্ঘটনার কবলে পড়তে হতো।
আরও পড়ুনঃ সাংবাদিক মাজেদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন
বিএ কোর্সের পরীক্ষা মোঃ আল-আমীন রাজ বলেন, বিষখালী নদী উত্তাল ঢেউ পাড়ি দিয়ে আর বামনায় যেতে হয়নি, এতেই আমরা অনেক খুশি। বিএসসি পরীক্ষার্থী সুমাইয়া খাতুন জানান, নদী পাড়ি দিয়ে পরীক্ষা দিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হতো ছাত্রীদের। অন্তঃত সে দুর্ভোগের শেষ হয়েছে। শুধূ এরাই নয় প্রিয়া আক্তার, ফারজানা আক্তার ও মনিকা রানী সবাই আনন্দিত।
আরও পড়ুনঃ ভারত থেকে বেনাপোল সীমান্তে অবৈধ প্রবেশ কালে বাংলাদেশি ৩২ নারী-পুরুষ ও শিশু আটক
দীর্ঘদিন পর বেতাগী ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠানে বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমীন তার প্রতিক্রিয়ায় বলেন, এটি স্থানীয় জনপ্রতিনিধি, পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দাবী ছিলো। দীর্ঘদিনের এ দাবি পূরণে সকলের দুর্ভোগ ও ভোগান্তির অবসান হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply