বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
নীলফামারী থেকে হারন অর রশিদঃ— দেশের বাজারে কয়েক মাস ধরেই পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এর মধ্যে গেল সপ্তাহে কিছুটা দাম কমলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। যার ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেক ক্রেতাদের । কবে কমবে এই পেঁয়াজের দাম???
এমন প্রশ্ন সকলের। এদিকে পেঁয়াজের আমদানি কম হওয়ায় জলঢাকায় পেঁয়াজ ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে ‘আজকের দিগন্ত ডট কম’ কে এমনটিই জানালেন আড়ৎদাররা।
আরও পড়ুনঃ নোংরা রাজনীতি ছাড়ুন, সরকারকে সহযোগিতা করুন- মোহাম্মদ নাসিম
সোমবার (২৫ নভেম্বর) জলঢাকার অনেক বড় ছোট ও পাইকারি বাজার পর্যবেক্ষণ করে এমনি চিত্র চোখে পড়ে।
জানা যায়, গত দুই দিন আগেও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে। কিন্তু বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২১৫ টাকা কেজিতে। অপরদিকে মিয়ানমারের পেঁয়াজ দু’দিন আগেও বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০৫ থেকে ২১০ টাকা কেজিতে এ যেনো এক লাগামহীন পেয়াজের বাজার।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় এক যুবলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করলেন অপর দুই যুবলীগ কর্মী, আটক ২
উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ দিকে পেঁয়াজ রফতানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। দেশটিতে পেঁয়াজের অস্বাভাবিকভাবে দাম বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বাংলাদেশে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যায়। কয়েক সপ্তাহের ব্যবধানে ৩০/৪০ টাকার পেঁয়াজ ২০০ থেকে ২৫০ টাকা হয়ে যায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply