বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— ঢাকার অদুরে শিল্পনগরী আশুলিয়াই জামগড়া-বাইপাইলে আজ (২৯ নভেম্বর ২০১৯ ইং) রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) এর সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সম্মেলন উপলক্ষে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল সমাপ্তে বিকাল ৪ ঘটিকায় জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুনঃ সুন্দর সমাজ বির্নিমাণে খেলাধুলার বিকল্প নেই: আলহাজ্ব ইমরুল করিম রাশেদ
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টসহ সকল ধরনের প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ, শিল্পাঞ্চল ভিত্তিক ৫০০ শষ্যা বিশিষ্ঠ বার্ন ইউনিটসহ সরকারি হাসপাতাল নির্মাণ করে শ্রমিকদের দিবা-রাত্রি চিকিৎসা সেবা নিশ্চিত ও রিক্সা ও ভ্যান চলাচলে বাধা প্রদান, চাঁদাবাজি, হয়রানী বন্ধ করে, চলাচলের জন্য আলাদা লেন নির্মাণ করতে হবে, রিক্সা ও ভ্যান চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করে, মহাসড়কের পাশে রিক্সা ও ভ্যান স্ট্যান্ড করতে হবে এবং শ্রম আইনের আওতায় নির্মাণ শ্রমিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করে পেনশন স্কীম চালু করতে হবে, দূর্ঘটনায় নিহত শ্রমিকের জন্য ১৫ লক্ষ টাকা এবং আহত ও আজীবন পঙ্গুত্ব বরণ কারী শ্রমিকের ক্ষেত্রে সর্বনিম্ন ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এর দাবী জানান ।
আরও পড়ুনঃ চুনারুঘাটে কৃষিতে অপার সম্ভাবনা সুইট লেডি পেঁপে চাষে ফারুক মোল্লার সাফল্য
সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি জনাব খাইরুল মামুন মিন্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন, আঞ্চলিক কমিটির সহসভাপতি সাইফুল্লাহ আল মামুন, নদের চান মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন দেওয়ান, সপ্তর সম্পাদক আব্দুল মজিদ সহ প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ হিজড়া সম্প্রদায়ের জন্য নির্মিত উত্তরণ গুচ্ছগ্রামে কম্বল বিতরণ
এছাড়াও সমাবেশে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত রানা প্লাজা স্মৃতিস্তম্ভ উচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করে সরকারি উদ্যোগে রক্ষণাবেক্ষণ এর জন্য জোর দাবী করা হয় ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply