রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
রাবি (রাজশাহী বিশ্ববিদ্যালয়) থেকে উজ্জ্বল হোসেনঃ— গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, ‘আদর্শ ছাড়া, প্রচেষ্টা ছাড়া, বৃত্তি ছাড়া, পারস্পরিক আস্থা ও বিশ্বাস ছাড়া শিক্ষা মূল্যহীন। তাই একজন শিক্ষককে হতে হবে আদর্শ ও ন্যায়-নীতির প্রতীক।’
আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে ভূমিদস্যু ও মিথ্যা মামলায় হয়রানী থেকে রক্ষায় সংবাদ সম্মেলন
শনিবার বিকেল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ কামাল স্টেডিয়ামে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে যেসব খবর ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা দেখে আচার্য হিসেবে আমাকে মর্মাহত করে। আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে শিক্ষকগণ প্রশাসনের বিভিন্ন পদ-পদবি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ঠিকমতো অংশ না নিয়ে বিভিন্ন লবিং-এ ব্যস্ত থাকেন। অনেকে আবার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিছপা হন না। ছাত্র-শিক্ষক সম্পর্ক ভুলে গিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট লেনদেনে সম্পৃক্ত হন। এটা অত্যন্ত অসম্মানের ও অমর্যাদাকর।’
আরও পড়ুনঃ এক যুগের বেশী সময় ধরে পরে আছে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনাল!
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মনে রাখবেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান ও মর্যাদার উচ্চাসনেই দেখতে চায়। তাই ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য নীতি ও আদর্শের সাথে আপস করবেন না। আপনাদের মর্যাদা আপনাদেরই সমুন্নত রাখতে হবে। ব্যক্তি স্বার্থের কাছে আদর্শ যাতে ভূলুণ্ঠিত না হয় সে দায়িত্ব আপনাদেরই নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় মূলত জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্র। এখানে নিরন্তর গবেষণার মধ্য দিয়ে একদিকে যেমন সৃষ্টি হয় নবতর জ্ঞানের, তেমনি বহুমুখী সষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মননে জাগ্রত হয় মানবিক মূল্যবোধ। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয় পর্যায়ের কিছু কিছু ঘটনা এই মানবিক মূল্যবোধের বিকাশকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা যেন এ ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকি এবং বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের পীঠস্থান হিসেবে সমুন্নত রাখি।’
রাষ্ট্রপতি আরো বলেন, ‘একবিংশ শতাব্দী তথ্যপ্রযুক্তির যুগ। এ সময়ে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আধুনিক ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। বাংলাদেশের বিশাল তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার জন্য আনুপাতিক হারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এই বিবেচনায় বর্তমান সরকার প্রায় প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। ফলে বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চতর শিক্ষার যে সুযোগ তৈরি হয়েছে তাতে দেশের সকল অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
এর আগে শহীদ শামসুজ্জোহাসহ গণিত বিভাগের শহীদ ড. হবিবুর রহমান, সংস্কৃত বিভাগের ড. সুখরঞ্জন সমাদ্দার এবং মনোবিজ্ঞান বিভাগের মীর আবদুল কাইয়ুমের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়টির গর্বিত এই উত্তরাধিকারের বিষয়টি মনে রেখে উন্নত বাংলাদেশ গঠনে প্রত্যেকে নিয়োজিত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের তিন হাজার ৪৩২ গ্র্যাজুয়েটের অংশগ্রহণে শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সমাবর্তনের বক্তা ছিলেন ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইতিহাসবিদ অধ্যাপক ড. রঞ্জন চক্রবর্তী।
গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের সমাবর্তন হলো তোমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যের প্রতীক যা তোমাদের শিক্ষার্থী থেকে দেশের সুনাগরিক এবং গবেষক থেকে বিশেষজ্ঞে রুপান্তরের পথকে প্রশস্ত করবে। তোমাদের মধ্য দিয়ে বিকীর্ণ হবে সেই জ্ঞানের ধারা যা তোমরা এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক তথা পথপ্রদর্শকদের নিকট থেকে অর্জন করেছো।
রঞ্জন চক্রবর্তী আরো বলেন, ‘তোমরা নিজস্ব বিশ্লেষণাত্মক যুক্তিনিষ্ঠ মানসিকতা গঠন করো, সর্বোচ্চ আঞ্চলিক আনুগত্য প্রদর্শন করো, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলিকে একজন গর্বিত বাংলাদেশের নাগরিক, একজন এশিয়াবাসী এবং একজন বিশ্ববাসীর দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করো।’
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিকের সঞ্চালনায় সমাবর্তনে আরো বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, রাবি উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান। স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড. চৌধুরি মোঃ জাকারিয়া এবং শুভেচ্ছা বক্তব্য দেন কোষাধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. মোস্তাফিজুর রহমান আল-আরিফ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply