বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
নাটোর (নলডাঙ্গা) থেকে রানা আহমেদঃ— নাটোরের নলডাঙ্গায় এক হাজার ৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, ভট্টা, পেঁয়াজ, মুগ ও তিল বীজ এবং সার বিতরণ করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা চত্বরে কৃষকদের হাতে এসব তুলে দেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
আরও পড়ুনঃ উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হলো সাইফুলের
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাকিব আলী রাব্বির সভাপতিত্বে বীজ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য অন্যান্যের মধ্যে রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় মাদ্রাসা ছাত্র রাহাত হত্যার প্রতিবাধে মানববন্ধন
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, চলতি রবি ও খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০ জন কৃষককে গম, এক হাজার ১৭০ কৃষককে ভুট্টা, ২৬০ জনকে সরিষা, ১৩০ জনকে পেঁয়াজ, ৩০ জনকে মুগ ডাল, ৫০ জনকে তিল বীজ এবং জন প্রতি কৃষককে এক বিঘা জমির জন্য ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply