বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে তুহিন হোসেনঃ— জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। স্বাধীনতা আর বিজয়ের মাসে জাতীয় পতাকার চাহিদা থাকে বেশি। এ উপলক্ষে অনেক তরুণ-যুবক এই সময়ে পতাকা বিক্রির সাথে যুক্ত হন। তাই ডিসেম্বর মাস আসলেই বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষের মনে জেগে উঠে মহান বিজয় দিবসের আনন্দ উৎসব। এই উৎসব যেন বাঙালীর জাতীয় জীবনের এক প্রাণের উৎসবে পরিনিত হয়ে ওঠে। মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ মুদি দোকানী পর্যন্ত বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা সংগ্রহে ব্যস্ত হয়ে উঠে। এই ব্যস্ততা কে পুঁজি করে বাংলাদেশের সকল শহর, জেলা শহর, উপজেলা শহর সহ এমনকি গ্রামগঞ্জে দেখা মেলা ভ্রাম্যমান পতাকা বিক্রয়ের হকার।
আজ বুধবার সকালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বজার এ বিভিন্ন পয়েন্টে এমন পতাকা ফেরিওয়ালার দেখা মেলে। দেখা যায় একটা বাঁশের খুঁটির সাথে বাঁধা কয়েকটি লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা, হাতে ছোট ছোট লাল সবুজের পতাকা সংবলিত ব্যানার ও ফেস্টুন বিক্রয় করতে। ক্রেতাদের সাড়াও বেশ ভাল।
পতাকা বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, তার নাম সাব্বির, বাড়ি পাবনা জেলায়। সে পেশায় একজন ছাত্র হলেও বিজয়ের মাস আসলেই পতাকা নিয়ে বেড়িয়ে পরে রাস্তায় রাস্তায়। বেচাবিক্রি ভাল হওয়াই অল্প পুঁজিতে অধিক লাভবান হওয়ায় এটা একটা জনপ্রিয় ব্যবসা বলে মনে করেন এই হকার। তিনি বলেন, প্রতিদিনে ৩ থেকে ৪ শত টাকার পতাকা বিক্রি হয়। এতে লাভও বেশ ভালই। তিনি বলেন প্রতি বিজয়ের মাসে অন্তত্ ৮ থেকে ১০ হাজার টাকার ব্যবসা করি। তিনি আরো বলেন শুধু বিজয়ের মাস নয়, আন্তর্জাতিক মাতৃভাষাসহ বিভিন্ন দিবসে আমি এই পতাকা বিক্রির করে থাকি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply