বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— “মেধাই সম্পদ, বিজ্ঞান ভবিষ্য ” এই শ্লোগানকে সামনে রেখে পাবনা জেলার বেড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে (১২ডিসেম্বর-২০১৯ইং) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ৪১ তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে । উক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল সত্য- মিথ্যা যাচাই করে তার পর ইন্টারনেট শেয়ার করতে হবে ।
আরও পড়ুনঃ সাটুরিয়ার ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
দিবসটি তিন দিন ব্যাপি নানা আয়োজনের পালিত হবে । ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বেড়া উপজেলা হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের ।
আরও পড়ুনঃ তালতলীতে অনুষ্ঠিত হল জোছনা উৎসব
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান । এছাড়া আরও উপস্থিত ছিলেন, রওশন আলম সহকারী কমিশনার (ভুমি), মেজবাহ উদ্দিন উল্লাহ উপজেলা ভাইস চেয়ারম্যান, উচ্চ ম্যাধমিক শিক্ষা অফিসার খবির উদ্দিন, জেলা এম্বাসাডর প্রভাষক মো: বাশিরুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ প্রমুখ ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply