মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— উদীচী শিল্পীগোষ্ঠী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন রায় এ কমিটির অনুমোদন দেন।
এর আগে সকাল সাড়ে ১০ টায় উদীচী শিল্পীগোষ্ঠী ইবি সংসদের আয়োজনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল এবং উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাংসদের সহ-সভাপতি সুখেন রায় প্রমুখ।
আরও পড়ুনঃ পাবনার বেড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত
কমিটিতে বাংলা বিভাগের পপি খাতুনকে আহ্বায়ক ও আইন বিভাগের রুমি নোমান এবং লোক প্রশাসন বিভাগের আশরাফুল ইসলামকে যৌথভাবে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে।
২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- লাল চাঁন তালুকদার, আহমেদ তৌফিক, সাদিক, সৃষ্টি সরদার, স্নিগ্ধা আফরিন, ফাহিম ফয়সাল. তামিম আদনান, আবিদা ইসলাম, লাবণ্য, মুনা, পিয়াস, আকাশ, মুস্তাফিজ, শিমু, সুমাইয়া, সুমন, অভি এবং সাকিব।
আরও পড়ুনঃ হবিগঞ্জের লাখাইয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
উল্লেখ্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গণ সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। দেশের সকল গণতান্ত্রিক, মৌলবাদবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে এ সংগঠন বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply