শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— ১৯৭১ সালে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সেই বীর শ্রেষ্ঠ ত্রিশ লক্ষ শহীদদের স্বরণে ১৬ই ডিসেম্বর সোমবার সকাল ১০টায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য হাজী পিয়ার আলী মডেল স্কুলের উদ্যোগে এক বিজয় মিছিল বের করেন। শুরুতেই স্কুল প্রাঙ্গণ মাঠে কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত, শপথ পাঠ এবং বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাজী পিয়ার আলীর স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আরও পড়ুনঃ বিজয় দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
মিছিলটি স্কুল প্রাঙ্গণ থেকে আশুলিয়ায় কাইচাবাড়ীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। মিছিলে ছাত্র ছাত্রীদের হাতে ফুল আর লাল সবুজের পতাকা, কারও হাতে আবার বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, ফেস্টুন আর সবার মুখে জয়ধ্বনি।
বিজয় মিছিলটি হাজী পিয়ার আলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু হানিফের নেতৃত্বে পরিচালিত হয়। এই সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু হানিফ ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, ১৯৭১ সালে ২৫ই মার্চ কালরাত্রিতে বাঙ্গালী জাতির উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে পাক-বাহিনী । দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বীর শ্রেষ্ঠ শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি, পেয়েছি আমরা স্বাধীনতা।
উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোছাঃ মোছাল্লেমা খাতুন, সহকারী শিক্ষক মোঃ ফেরদৌস রহমান, মোঃ আঃ মান্নান, আবু হানিফ, মোছাঃ সুমি আক্তার, কনিকা বিট, মোছাঃ মুসলিমা বেগম, মোছাঃ সালমা আক্তার সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা। এ সময়ে একাত্তরের সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply