মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে তুহিন হোসনঃ— আজ বুধবার (১৮) তারিখ দুপুর ১:৪৫ ঘটিকায় বাস ও মোটর সাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত নওদাপাড়া দোতালা মসজিদের সামনে কুষ্টিয়ার লালনশাহ মহাসড়কে (এস.বি সুপার ডিলাক্স ঢাকা মেট্রো ব- ১৫-৪৬৪০) বাস ও মোটর সাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ রাবিতে এসডিজি ও পরিসংখ্যান বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
বাস যাত্রী এডভোকেট হাবিবুর বাশার বাপ্পী’র থেকে জানা যায়, বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এমতবস্থায় দাশুড়িয়া-নওদাপাড়া দো-তালা মসজিদ এর সামনে মহাসড়কে পার্শ্ব রাস্তা দিয়ে মোটর সাইকেলটি রাস্তার মাঝে চলে আসে এমন পরিস্থিতিতে বাস ড্রাইভার মোটর সাইকেল আরোহীদের প্রাণ বাঁচাতে গিয়ে বাসটি হার্ড ব্রেক করে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডানবাসে উল্টে যায়। এতে বাস যাত্রী ও মোটর সাইকেল আরোহীসহ ৫-৭ জন আহত হয় এর মধ্যে তিন জন আশঙ্কাজনক। স্থানীয়রা দূর্ঘটনার স্থান থেকে আহতদের উদ্ধার করে। সেখানে পাকশী হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। আহতদের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনা স্থানে এসে তদন্ত করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply