বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
মানিকগঞ্জ (সাটুরিয়া) থেকে আবুবকর সিদ্দিকঃ— মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে এখনো নির্মাণ হয়নি স্পিড ব্রেকার বা গতিরোধক। ফলে এখনো ঝুঁকি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ও শিক্ষার্থীদের রাঁস্তা পারাপার করতে হচ্ছে। হাসপাতালের সামনে রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে ভারী ও দ্রুত গতির যানবাহন সিএনজি। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে অনেকেই। সব সময় দূর্ঘটনার আশঙ্কায় চলাচল করছে সাধারণ পথচারীরা । হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ছাড়া ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কলেজের হাজারো শিক্ষার্থীরা সাটুরিয়া টু মানিকগঞ্জ এই রাঁস্তা দিয়ে চলাফেরা করে। উপজেলার এলাকায় কলেজ, কয়েকটি উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্পিড ব্রেকার না থাকায় ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের রাস্তায় চলাচল ও পারাপার করতে হয়।
আরও পড়ুনঃ নাটোরের গুরুদাসপুরে এই প্রথম অনুষ্ঠিত হলো উপজেলা শিল্পকলা একাডেমির রবীন্দ্র সন্ধা
এ সম্পর্কে স্হানীয় জনপ্রতিনিধি সাটুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, বিভিন্ন বিদ্যালয়ের কয়েক জন শিক্ষক, ডাক্তার জানান, এই সড়ক দিয়ে প্রতি নিয়ত যানবাহন চলাচল করছে। এরই মধ্যে চিকিৎসা নিতে আসা রোগী ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাঁস্তা পারাপার করতে হচ্ছে। রাস্তা পারাপার করতে গিয়ে যদি কোন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয় এর দায় কে নেবে? উপজেলা হাসপাতালের সামনে সাটুরিয়া টু মানিকগঞ্জের যাতায়াতের একটি মাএ প্রধান পাকা রাঁস্তায় দ্রুত সময়ের মধ্যে একটি স্পিড ব্রেকার নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করছি।
আরও পড়ুনঃ বালাগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply