মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ থেকে এস এম আশরাফুল ইসলাম জয়ঃ— সিরাজগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তহবিলের ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ১:৩০ মিনিটে সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড: ফারুক আহাম্মদের সাথে এক মতবিনিময় ও আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ শিক্ষা বিস্তার ও শিক্ষা পদকে শ্রেষ্ঠত্ব অর্জনে ইউএনও সুজাউদ্দৌলা
আলোচনায় সিরাজগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তহবিলের প্রতিষ্ঠাতা ফেরদৌস হাসান সাংবাদিকদের ছেলে-মেয়েদের লেখা-পড়া, অসুস্থ, দুর্ঘটনায় হতাহত সাংবাদিকদের সহায়তার জন্য গঠিত সিরাজগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিষয় বিস্তারিত আলোচনা করেন।
এসময় ড: ফারুক আহাম্মদ এই ট্রাস্টে গণমাধ্যম, ব্যাবসায়ী, বিত্তবান ব্যক্তিদের বেশি বেশি অনুদান প্রদানের জন্য আহবান জানান সেই সাথে এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাথে থাকবেন তারও প্রতিশ্রুতি দেন। সিরাজগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মূলত সাংবাদিকদের ছেলে-মেয়েদের লেখা-পড়, অসুস্থ, দুর্ঘটনাজনিত আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা করার লক্ষে এই ট্রাস্ট করেছেন এটিন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডিসি এবিএম রওশন কবির, ডেইলী অবজারভার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, এসএ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply