শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বাঁশখালী উপজেলা সংসদের পরিচালনায় এবং চাম্বল ইউনিয়ন সংসদের উদ্যোগে সনাতনী মেধাবৃত্তি/১৯ অদ্য ২৭.১২.১৯ খ্রিঃ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় চাম্বল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী উপজেলার বিভিন্ন গীতা শিক্ষা প্রতিষ্ঠানের ক বিভাগে ৫৫ জন, খ বিভাগে ১৪০ জন এবং গ বিভাগে ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
আরও পড়ুনঃ কম্বলের সাথে শুকনো খাবার বিতরণ
উক্ত আয়োজনের ভুয়সী প্রশংসা করেন আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান, চাম্বল ইউনিয়ন পরিষদ, মুহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), চাম্বল উচ্চ বিদ্যালয়, খোকন চক্রবর্তী, সম্পাদক, বাঁশখালী উপজেলা স্কাউটস ও প্রধান শিক্ষক, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় এবং মাখন কান্তি সিকদার, প্রধান শিক্ষক, পশ্চিম চাম্বল সপ্রাবি।
এছাড়াও স্বরূপ দেবনাথ (সভাপতি) ও শিবন দত্ত (সা. সম্পাদক) সহ বাগীশিক চাম্বল ইউনিয়ন সংসদ নেতৃবৃন্দ, বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের শংকর প্রসাদ দাশ (সভাপতি), কাঞ্চন গুপ্ত (সা.সম্পাদক), দোলন কান্তি সুশীল (সহ সভাপতি), রিটন দেব (সাংগঠনিক সম্পাদক), সুজন সুশীল, অনুপম দেব, ধীমান দাশ, বাবলা কান্তি দেব, টিপু কান্তি ধর, শ্যামল দেব, তপন কান্তি ধর, অতুল সিকদার, রাজীব দেবনাথ, সজীব দে, দীনবন্ধু দেব, সুজন দে, সুদর্শন দে, টিটু সুশীল, নিরুপম দে, সুপন দেব, টুকু দেব, প্রাণতোষ দেবনাথ, প্রিয়তোষ দেবনাথ, তপন দেবনাথ, সানি সুশীল, রুপন কান্তি দে, জনি দেবনাথ প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply