বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
গাইবান্ধা (পলাশবাড়ী) থেকে মাসুদ রানাঃ— গাইবান্ধার পলাশবাড়ী বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর ৩০ প্রতিষ্ঠা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর ৩০ প্রতিষ্ঠা উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর হতে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ রাজশাহীর কাঁটাখালিতে যুবলীগ নেতা সম্রাটের উপরে সন্ত্রাসী হামলায় আহত– ২
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরিন সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপুর্ন নিক-নির্দেশনা ও গঠন মুলক প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ।
এসময় পলাশবাড়ী উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply