বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর বাঙালী জাতির জন্য ৩বার ফাঁসির মঞ্চের আসামী হয়েছেন। তারপরেও তিনি দেশপ্রেমে পিছু না হটে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র নায়ক থাকায় বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরী করেছেন। তিনি দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা বেস্টনির মাধ্যমে দরিদ্রদের বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। যার মাধ্যমে স্বাধীনতার মুল স্বাদ নিচ্ছেন দরিদ্র বাঙালিরা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিও সুদৃঢ় হচ্ছে। সমাজসেবা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুনঃ পটুয়াখালী পুরাতন বাজারে ২৮৪ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আটক ০১ জন
জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা সমাজসেবা উপপরিচালক স্বপন কুমার মুখার্জি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়ার লিয়াকত আলী তালুকদার সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে সরকারী ত্রাণ তহবিলের কম্বল দরিদ্রদের মাঝে বিতরণ করেন তিনি।
আরও পড়ুনঃ পাকুন্দিয়া উপজেলা শিক্ষা কমিটির পরিচিতি ও মাসিক সমন্বয় সভা
এর পূর্বে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, জাতীয় সঙ্গিত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়ানো হয়। সামজসেবা দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন এমপি আমু।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply