বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বরগুনার বেতাগীতে শিশু শিক্ষার্থী তামিমা (৭) হত্যার ৩ মাস অতিবাহিত হলেও এখনও রহস্য উদঘাটিত হয়নি। সনাক্ত করা যায়নি মূল আসামী।
মাছুয়াখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তামিমা আক্তার গত ৭ অক্টোবর সকালে বাসা থেকে প্রতিদিনের মত স্কুলে যাওয়ার পর আর না ফেরায় ওই দিন সন্ধ্যায় বাড়ির অদূরে একটা পরিত্যাক্ত পুকুরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ছোট মোকামিয়া গ্রামের বাসিন্দা মোঃ সাব্বির (১৩) ও মোঃ সোহরাব হাওলাদার (৭০) সহ দুইজনকে সন্দেহ জনক আটক করা হয়, এদের মধ্যে সোহরাফ হাওলাদার (৭০) জামিনে রয়েছে। এ ঘটনায় শিশুর বাবা শহিদুল ইসলাম ওই রাতেই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে বেতাগী থানায় একটি হত্যামামলা দায়ের করে।
আরও পড়ুনঃ সাটুরিয়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
এ মামলার ২মাস অতিবাহিত হলেও রহস্য উদঘাটন ও মূল আসামী গ্র্রেফতার না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আসামী গ্রেফতারসহ দ্রুত বিচারের দাবিতে গত ৫ ডিসেম্বর সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে।
আরও পড়ুনঃ স্বাধীনতার মুল স্বাদ দিতেই সামাজিক নিরাপত্তা বেস্টনির ব্যবস্থা করেছে সরকার ‘আমির হোসেন আমু এমপি’
শিশুর বাবা শহিদুল ইসলাম অভিযোগ করেন, বারংবার পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা আমাকে আশ্বস্ত করেন অচিরেই ঘটনার সহস্য উদঘাটন হবে কিন্তু এতবড় চাঞ্চল্যকর ঘটনার তিনমাস অতিবাহিত হলেও এখনও কিনারা না পাওয়ায় আমি হতাশ। অচিরেই মূল হত্যাকারীকে সনাক্ত করে তার ফাঁসির দাবি করছি।
আরও পড়ুনঃ পটুয়াখালী পুরাতন বাজারে ২৮৪ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আটক ০১ জন
মোকামিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম সুজন জানান, এ মামলার দৃশ্যমান কোন অগ্রগতি আমার চোখে প্রতিয়মান হচ্ছেনা। ঘটনার কোন ক্লু এখনও পুলিশ বের করতে পারেনি।
এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে এ ঘটনার রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে। ইতোমধ্যে ২জন আসামী গ্রেফতার করা হয়। এখনও তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে। ঘটনাস্থল থেকে সংগৃহিত আলামত পরীক্ষার জন্য ডিএনএ ল্যাবে পাঠনো হলেও আজও রিপোর্ট হাতে পৌঁছায়নি। এটি পেলে পুলিশি প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply