বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— চট্টগ্রাম বাঁশখালীর ঐতিহ্যবাহী সংগঠন আল্লামা নাছির উদ্দীন শাহ রঃ স্মৃতি সংসদ উদ্যােগে শাহচুপি হযরত মওলানা নাছির উদ্দীন শাহ রঃ ও শাহজাদা মওলানা হাবিবুর রহমান এবং সমস্ত মুরুব্বীদের ১৬০ তম বার্ষীক ইছালে সওয়াব মাহফিল ও ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পশ্চিম পাইরাং শাহ নাছিরিয়া জামে মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ মেহেরপুরে মদীনাতুল উলুম কওমী মাদ্রাসার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন
আরও পড়ুনঃ মেহেরপুরে সালাত কায়েম পরিষদের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
উক্ত আলোচনা সভায় সভার সম্মতিক্রমে আগামী ৭ ও ৮ই ফেব্রোয়ারী উক্ত ইছালে সওয়াব মাহফিল মিলাদুন্নবী (সঃ) উদযাপনের তারিখ নির্ধারন করা হয়। আল্লামা নাছির উদ্দীন শাহ রঃ স্মৃতি সংসদের পরিচালক সাংবাদিক শাহজাদা মোঃ আনোয়ারুল হক নাছেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আবদু রশিদ, ব্যংকার প্রচার সম্পাদক আবদুল জাব্বার, মোঃ মনির আহমদ, মাহমুদুল ইসলাম, কফিলউদ্দিন তালুকদার, শাহজাদা আবদুল হক নাছেরী, দানু মিয়া, মোঃ উল্লাহ কোঃ, নুরুল আমিন, মাহফুজ, মোঃ আলী, নুর হোসেন, করিম বকস, ফরিদ আহমদ, মোঃ রুবেল, মোঃ মঞ্জুর, আবদুল মজিদসহ উক্ত স্মৃতি সংসদ এর সকল সদস্য বৃন্দ প্রমুখ।
উক্ত ইছালে সওয়াব মাহফিলে দেশের বহু পীর মশায়েখ সুনামধন্য ওয়েজীন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকগণ উপস্থিত থাকিবেন। এই ইছালে সওয়াব মাহফিল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মহতি মাহফিলে দেশ বিদেশের সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন মাহফিল উদযাপন কমিটি।
উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া রসূলে খোদা (দঃ) এর রেজা মন্দীল খাসেল করুন, এবং কমিটির পক্ষ থেকে সবাইকে আগামী ৭ ও ৮ ফেব্রোয়ারী মাহফিলে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত ও আহবান করছি। মাহফিলের সার্বিক সহযোগিতায় থাকবেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাঁশখালী শাখা। মাহফিলে কাছের কিংবা দূরের সবার জন্য রাতের খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। মাহফিলের স্থান প্রতি বছরের ন্যায় পশ্চিম পাইরাং শাহ নাছিরিয়া জামে মসজিদ ও মাজার সংলগ্ন ময়দান। আলোচনা সভা শেষে মাহফিলের সফলতা ও দেশে বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনা করে মুনাজাত করেন শাহ নাছিরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা শাহজাদা জমির উদ্দিন নাছেরী।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply