বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— স্যার, আসেন। আমরা দুই জনকে গ্রপ্তার করেছি। গাজীপুরের শ্রীপুরে কন্ট্রাকদার ও হেলপারের কাছ থেকে টাকা নিয়ে তাদের গ্রেপ্তারের কথা বলে এভাবেই সহযোগীদের ফোন দেন পুলিশ পরিচয়ে চার ছিনতাইকারী। এসময় শ্রীপুর থানার টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাত ২টায় জৈনা বাজার প্রভাতি-বনশ্রী বাস কাউন্টারে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ পরিচয়ে গ্রেপ্তার ছিনতাইকারীরা হলো বরিশালের বন্দর থানার ইব্রাহিম শিকদারের ছেলে হাসান শিকদার (২৫), গাজীপুর সদর (জয়দেবপুর) উপজেলার গিলাগাছিয়া (হোতাপাড়া) গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে পরান (২৫), শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের মনির হোসেনের ছেলে জসিম উদ্দিন (২৫) ও তোতা মিয়ার ছেলে প্রভাতি-বনশ্রী পরিবহনের লাইনম্যান শামিম মিয়া (২৪)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, প্রভাতি-বনশ্রী পরিবহনের কয়েকজন ষ্টাফ রাতে কাউন্টারে বাসের ভিতর বসে লুডু খেলছিল। এসময় তিন ছিনতাইকারীরা হঠাৎ করে বাসে উঠে পুলিশ পরিচয় দিয়ে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়। আরো টাকার লোভে তাদের একজন সহযোগী শামিমকে ফোন দিয়ে বলে স্যার আসেন, আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। শামীম আসলে পরিবহনের ষ্টাফরা শামীমকে চিনে ফেলে। পরে তাদের সন্দেহ হলে তারা চার ছিনতাইকারীকে আটক করে। এসময় টহল পুলিশ খবর পয়ে জৈনা বাজার প্রভাতি-বনশ্রী বাস কাউন্টার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply