মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
গাইবান্ধা (পলাশবাড়ী) থেকে মাসুদ রানাঃ— গাইবান্ধা জেলার নবগঠিত পলাশবাড়ী পৌরসভায় নির্বাচনের দাবিতে মিছিল সমাবশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় চৌমাথা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে চৌমাথা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। এতে বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম সরকার বাদশা, যুগ্ম সাধারন সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব, যুগ্ম সাধারন সম্পাদক আজাদুল ইসলাম সরকার, সাংবাদিক রফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, উপজেলা তাঁতীলীগ, সভাপতি আক্তারুজ্জামান টিটু, জেলা তাঁতী লীগ সাংগঠনিক সম্পাদক তোতা প্রমুখ।
এসময় পলাশবাড়ী উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন,উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply