মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠির জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রত্তন গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় মরহুমের নিজ বাড়ী মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সালাম প্রদর্শন করেন। রাজাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জাহিদ হোসেনের নেতৃত্তে পুলিশের একটি চৌকোশ দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রধান করে। পরে একই স্থানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মৃতদেহ দাফন করা হয়।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় ফ্রেস কোম্পানির এসআর নিহত!
মরহুমের নিজ বাড়ী উপজেলার ৬ নং মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দুলাল সাহা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহআলম নান্নু, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার সহ রাজাপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃিতক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গতকাল সোমবার সকাল ১১ টায় রাজাপুর উপজেলা সদরের থানা সংলগ্ন একটি চায়ের দোকানে হঠাৎ অসুস্থ হয়ে পরলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মোঃ রত্তন গাজী সদ্য সমাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা পুনঃ যাচাই বাছাই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply