বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যৎ এই প্রতিপাদ্য নিয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষ্যে আজ বুধবার ৮ জানুয়ারী দুপুরে উপজেলা পরিষদ মাঠে সর্বস্তরের বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর তরুনদের উদ্বাধনী শক্তি বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ৩ দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আল আমিন, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply