বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— পৌষের এ কনকনে শীতে ব্যাপক আয়োজনে দুই দিনব্যাপী এক ব্যাতিক্রমধর্মী মিলনমেলা সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের পি.এইচ.এ ভবন মাঠ প্রাঙ্গণে রোববার দুপুরে পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান।
বাংলার পরিবারে বউ-শাশুড়ির সম্পর্ক উন্নয়ন ও পারিবারিক সুখ-শান্তির লক্ষ্যে দুই দিনব্যাপী এ জনসচেতনতামূলক ব্যতিক্রমধর্মী ‘বউ-শাশুড়ি ও বয়স্ক
উৎসব মিলনমেলা’ আয়োজন করা হয়েছে। এছাড়া সমাজে প্রচলীত নানা প্রতিকুলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এ মেলার আয়োজন। আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ি ও অন্যান্য দর্শণার্থীরা অংশ নেন এ মেলায়। মেলাটি কেবল বউ-শাশুড়িদের জন্য নয়, সকলের জন্যই উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ মেলা চলবে। এছাড়া মেলায় বিভিন্ন রকমের পিঠা-পুরি দোকানসহ বেশ কয়েকটি স্টল বসেছে।
উক্ত বউ-শাশুরি মেলায় আরও উপস্থিত ছিলেন, মেলার আহবায়ক ডাঃ মাহ্জেবীন চৌধুরী, মোঃ তাহের, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামীমুল আলম শামীম, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ টিটুসহ আরো অনেক গণ্যমান্য ও নেতাকর্মীবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply