বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
মেহেরপুর থেকে তৌহিদুল ইসলাম তুহিনঃ— মেহেরপুর সদর উপজেলা পরিষদের সহযোগিতায় সদর উপজেলা চত্বর প্রাঙ্গনে ২ দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন।
আরও পড়ুনঃ নারীরা ঘরে বসে নেই পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করে যাচ্ছে- ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী’
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর উদ্যোগে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২১ স্টল স্থান পেয়েছে। সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলমের সভাপতিত্বে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফন নেছা লতা, উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমূখ। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply