রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— শিমুলিয়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নের জন্য ১১৮ কোটি টাকার একটি রুপরেখা প্রণয়ন করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
আরও পড়ুনঃ ‘ভবিষ্যতে ভালো কিছু করতে হলে ভালো মানুষ হওয়া জরুরী’- শিক্ষামন্ত্রী
সোমবার (১৩ জানুয়ারী) বিকেলে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠ প্রাঙ্গণে সাভার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় শিমুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছ থেকে শিমুলিয়ার সমস্যাগুলো তিনি শুনেন এবং সমাধানের জন্য তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গুলো আলোচনা করেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।
আরও পড়ুনঃ ইবিতে ভার্চুয়াল ইনােভেটিভ ক্লাস অনুষ্ঠিত
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম শিজা, উপজেলা প্রকৌশলী আবু সালেহ প্রমাণিক, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু রতন সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম শিমুলসহ শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply