বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
লোহাগাড়া থেকে অমিত কর্মকারঃ— চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১৩ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় মাসিক পত্রিকা হৃসুক বার্তার উদ্যোগে উপজেলা হল রুমে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাস্টার সুমন মজুমদার হিরুর সভাপতিত্বে ও হৃসুক বার্তার আমিরাবাদ (পশ্চিম) প্রতিনিধি শিক্ষক বাবলু কান্তি হাজারীর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান এম.ইব্রাহিম কবির, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার সুনিল কুমার চৌধুরী বিএসসি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হৃসুক বার্তা পত্রিকার সম্পাদক মাভৈঃ তারানাথ চক্রবর্ত্তী, আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক লোহাগাড়া শাখার সভাপতি সুলাল কান্তি ধর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট কলামিস্ট মোঃ হোসেন, শিক্ষক জহির উদ্দিন, মোঃ বশির, পৃষ্ঠপোষক অরুণ কান্তি দাশ প্রমুখ। পবিত্র ধর্মীয় গ্রন্থপাঠের পর শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কলাউজান প্রতিনিধি জুয়েল দাশ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমি জনগণের সেবক, সাধারণ জনগণের পাশে থেকে সেবা করাই আমার মূল উদ্দেশ্যে। যেকোন মানবতার কাজে আমার সাহায্য বলবৎ থাকবে। বক্তারা বলেন, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ স্বরূপ। একটা মিডিয়া যতবেশি সহজলভ্য দিক তুলে ধরবে তত বেশি সমাজ, রাষ্ট্রে মঙ্গল বয়ে আনবে। পরে হৃসুক বার্তা পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি মাস্টার সুমন মজুমদার হিরোর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply