মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
টাঙ্গাইল থেকে মোঃ আঃ হামিদঃ— টাঙ্গাইলে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের তিন সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত তিনটি মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ইবি’র আইসিটি সেল ও ল্যাবরেটরির নতুন পরিচালক নিয়োগ
মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্যরা টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়ার রাসেল, বেপাড়ীপাড়া এলাকার হাসিবুল রহমান অনুপ, বাসাখানপুর এলাকার জিহাদ হাসান এবং ছিনতাইকৃত মোটরসাইল ক্রয়-বিক্রয়ের সময় পশ্চিম আকুর টাকুরপাড়া এলাকার সাব্বির হোসেন অমিত, দেলদুয়ার এলাসিন খানবাড়ি এলাকার আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় ভোক্তা অধিকার আইনে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, গত রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বীরপুশিয়া থেকে বাসাইল উপজেলার ঝনঝনিয়া এলাকার অনিক খানের কাছ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই হয়। পরে অনিক খান সোমবার একটি মামলা করেন। সেই মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানান। গ্রেপ্তারকৃত আসামিদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply