মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— পৌষ ও মাঘের শীতের হাড় কাঁপানো শীতে মাদ্রাসার অসহায় এতিম শিক্ষার্থীদের পাশে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে কাজিপুর আহম্মদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, আলমপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা এবং উদগাড়ী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশ অফিসারের প্রচেষ্টায় বিয়ের পিড়ি থেকে ফিরে তাহমিনা এখন স্কুলে
কাজিপুর আহম্মদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবীব, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ বখতিয়ার রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মুশফিকুর রহমান প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply