মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের ভূমিহীন কৃষক শহিদুল ইসলাম নিজের নামে বন্দোবস্ত নেওয়া জমি ফিরে পেলেন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী পুলিশ সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে অবৈধ দখলদারদের উঠানো ঘর গুড়িয়ে দিয়ে জায়গা শহিদুলকে বুঝে দিয়েছেন। এর আগে ওই জায়গা নিজেদের দাবী করে প্রভাবশালী মন্তাজ আলীর পুত্র শফি ও তার লোকজন দখলে নিয়েছিলো। শুক্রবার (১৭ জানুয়ারি) কালের কণ্ঠ, সিরাজগঞ্জ কণ্ঠ, নয়া আলো, আজকের দিগন্ত, দৈনিক পত্রিকা, জনকন্ঠ নিউজসহ বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত নিউজ প্রকাশিত হয়।
উল্লেখ্য উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আরএস খতিয়ান নং-১ এর ২৫৪৭ দাগের ৪০ শতক জমি ২০০৯ সালে সরকারি নিয়ম মেনে বন্দোবস্ত নেন কৃষক শহিদুল। এরপর তিনি ওই জমির খাজনা খারিজ সম্পন্ন করে ভোগদখল করতে থাকেন। এখন ওই জমি নিজেদের দাবি করে মন্তাজ আলী ও তার লোকজন জোরপূর্বক দখলে নেবার চেষ্টা চালায়। কৃষক শহিদুল সিরাজগঞ্জ কোর্টে এ বিষয়ে মামলা করলে তিনি রায় পান। সম্প্রতি মন্তাজ আলী মারা গেলে তার পুত্র শফি ও মন্তাজের বোন জামাই ইজ্জত আলী জোরপূর্বক ওই জমিতে ঘর উঠিয়ে দখলে নেয়।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, “কাগজপত্র মোতাবেক ওই জায়গার প্রকৃত মালিক শহিদুল। তার আবেদনের প্রেক্ষিতে আজ (শনিবার) অবৈধ দখলদারদের উচ্ছেদ করে শহিদুলকে জায়গা বুঝে দেয়া হলো। সেইসাথে ৪০ শতক জমির বাড়ির পাঁচ শতক বাদে অন্য জমিতে লাগানো ফসলের চাষের দাম দখলদারদের দিতে নির্দেশ দিয়েছি।”
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply