মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইকোনমিক রিপোটার্স ফোরমের সাধারণ সম্পাদক ও বাসস এর ইকোনমিক শাখার রিপোর্টার এস এম রাশেদুল ইসলামের সাথে মতবিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) সদস্যবৃন্দরা। শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাশেদুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র অবস্থায় বাসসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুনঃ মেহেরপুরের ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাস আর নেই
মতবিনিময় সভায়, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফান মাহমুদ রানা, কোষাধ্যক্ষ আশিকুর রহমান বনি, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির শুভ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে প্রচার সম্পাদক অনি আতিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য- শাহেদুল ইসলাম, ইমানুল সোহান, শাহাব উদ্দীন ওয়াসিমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ কাজিপুরে বিপিএল নিয়ে জুয়া, আটক- ১৬
মতবিনিময়কালে রাশেদুল ইসলাম সাংবাদিকদের বর্তমান বাংলাদেশে সাংবাদিকদের অবস্থান, ভবিষ্যতে সাংবাদিকরা কিভাবে দেশের হাল ধরবে ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সবশেষে তিনি সাংবাদিকদের হাতে বাংলাদেশ ইকোনোমিক রিপোর্টারস ফোরামের প্রকাশিত বার্ষিক সাময়ীকি তুলে দেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply