বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির যৌথ আয়োজনে সেমিনারটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
আরও পড়ুনঃ ইকোনমিক রিপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদকের সাথে ইবিসাসের মতবিনিময়
সেমিনারে অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল মুঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ যশোরে বেনাপোলে অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘বাংলাদেশ গত ১ দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সামাজিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত দিক দিয়ে অনেক উন্নতি হয়েছে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমাদের চতুর্থ শিল্প বিল্পবে অংশগ্রহণের উপযোগী জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। এই শিল্পবিপ্লবের মানুষের মধ্যে যখন যন্ত্ররনির্ভরতা বেড়ে যাবে তখন লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জের মুখোমুখি যখন বাংলাদেশ দাড়িয়ে তখন বাংলাদেশ অর্থনীতি সমিতির এমন আঞ্চলিক সেমিনার অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে।’
আরও পড়ুনঃ অবশেষে কাজিপুরে ইউএনও’র হস্তক্ষেপে সেই জমি বুঝে পেলেন কৃষক
প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল বারকাত বলেন, ‘বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে আগামী ২০৩০ সালের মধ্য বিশ্বের শক্তিশালী ২০টি দেশের একটিতে পরিণত হবে। আমরা চাইনা বাংলাদেশ আমেরিকা হোক আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ হোক। বর্তমানে ৪র্থ শিল্প বিপ্লবকে মোকাবিলা করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে হবে। বঙ্গবন্ধু চেয়েছিলো বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে। আমরাও তেমনই বাংলাদেশ চাই।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply