বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠির কাঠালিয়ায় সদর এলাকায় কাঠালিয়া- আউরা খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) উপজেলা প্রশাসন খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু করেন।
আরও পড়ুনঃ দূর্ণীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স- ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন’
সকাল ৮টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলা অভিযানের উত্তর আউরা যুব সংঘ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত অভিযান চালানো হয়। এদিকে উচ্ছেদের খবর পেয়ে অনেকেই নিজ উদ্যোগে তাদের স্থাপনা ভেঙ্গে নিচ্ছেন। অনেকে ভবনের মালামাল সরিয়ে নিয়েছেন।
অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে গত বছরের ৫ সেপ্টেম্বর সহকারি কমিশনার (এসিল্যান্ড) ভুমি অবৈধ দখলদার এমএম তারিকুজ্জামান ভুলু, মিজানুর রহমান সোহাগ, নুরুজ্জামান শুভা, সাদিকুর রহমান, মোঃ হারুন অর রশীদ, মঞ্জুর মোর্শেদ, মাহবুব আলম ও শ্যামল চন্দ্র মন্ডলকে নোটিশ প্রদান করেন। নোটিশে ৭দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু দীর্ঘ ৪ মাসেও দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানান, অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। তিনি আরো জানান, উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply